মিরপুর টেস্টের দলে মোসাদ্দেক, শুভাশীষ
ক্রীড়া প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
প্রথম টেস্টের স্কোয়াডেও ডাক পাওয়ার দাবিদার ছিলেন দুজন। তখন সেটি হয়নি। তবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেলেন পেসার শুভাশীষ রায় ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১২ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন শফিউল। উইকেট পাননি, খুব বেশি প্রভাবও রাখতে পারেননি। আরেক পেসার অভিষিক্ত কামরুল ইসলাম রাব্বি প্রথম ইনিংসে ৮ ওভারে ৪১ রান দিলেও পরের ইনিংসে পুরোনো বলে বেশ ভালো বোলিং করেছেন। নিয়েছেন জনি বেয়ারস্টোর উইকেট। ওই স্পেলটাতেই হয়ত ধরে রেখেছেন জায়গা।
টিম ম্যানেজমেন্ট থেকে রুবেল হোসেন, আল আমিন হোসেন ও মোহাম্মদ শহীদকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের কারও জায়গা হলো না। রাব্বির সঙ্গে স্কোয়াডে শুভাশীষ, অর্থাৎ মিরপুর টেস্টের স্কোয়াডে বাংলাদেশের দুই পেসারের অভিজ্ঞতা এক টেস্টের!
স্কোয়াডে দুজন পেসারই রাখা এবং বাড়তি আরেকজন অফ স্পিনিং অলরাউন্ডারের অন্তর্ভুক্তি উইকেটের সম্ভাব্য আচরণ সম্পর্কেও ইঙ্গিত দিচ্ছে। হয়ত আরেকটি টার্নিং উইকেটই অপেক্ষায়। একাদশেও ঢুকতে পারেন আরেকজন স্পিনার বা স্পিন অলরাউন্ডার!
মোসাদ্দেক টেস্ট দলের দরজায় কড়া নাড়ছিলেন বেশ কিছুদিন ধরেই। ইতিমধ্যেই ৫টি ওয়ানডে খেলেছেন, রেখেছেন সম্ভাবনার ইঙ্গিত। তবে দেশের ক্রিকেটে তিনি আগেই নজর করেছেন বড় দৈঘ্যের ক্রিকেটের পারফরম্যান্সেই।জাতীয় লিগ, বিসিএলে রীতিমত রানের বন্যা বইয়ে দিয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন, সর্বোচ্চ ২৮২। ১৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরিতে রান প্রায় ২ হাজার, গড় ৭০.৮৯! অফ স্পিনে উইকেট আছে ১৬টি।
দারুণ সম্ভাবনাময় হলেও মোসাদ্দেকের ফাস্ট বোলিং সামলানোর দক্ষতায় আরেকটু উন্নতি দরকার বলে নানা সময়ে মত দিয়েছেন বয়সভিত্তিক, হাই পারফরম্যান্স দলের দেশি-বিদেশি কোচরা। হয়ত দলের স্পিন অলরাউন্ডারের প্রয়োজনীয়তাই এবার জায়গা করে দিল মোসাদ্দেককে।
শুভাশীষ দেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত নাম, প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন ২০০৭ সাল থেকে। ৫১টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭ বছর বয়সী পেসারের উইকেট ১৩৬টি। গত ঢাকা লিগে মোহামেডানে হয়ে করেছেন দারুণ কিছু স্পেল। খুব গতিময় না হলেও ছন্দে থাকলে আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিতি আছে তার।শুক্রবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ড জিতেছে ২২ রানে।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান, শুভাশীষ রায় ও মোসাদ্দেক হোসেন।