মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ১০
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রাজধানীর মিরপুর-১ নম্বর সংলগ্ন চিড়িয়াখানা রোডের ঈদগাহ এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামা একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাহআলী থানার ওসিসহ (অপারেশন) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উপস্থিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
প্রত্যক্ষদর্শী মজিবর রহমান নামে এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন থেকে সি ওয়ান কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। আজ তারা ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। ওই সময় ইটের আঘাতে পুলিশ কর্মকর্তাকে রক্তাক্ত হতে দেখা গেছে। আরও ১২ জনের মতো আহত হয়েছেন। এরপর শুরু হয় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ ব্যাপারে শাহআলী থানার ওসি আনোয়ার আলী জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহআলী থানাধীন একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন।
শ্রমিকরা রাস্তায় যানচলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আহত হয়েছেন ওসি অপারেশন্স মেহেদি হাসান। হামলায় তার মাথা ফেটে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে থেমে থেমে বিক্ষোভ করছেন কয়েক শ’ শ্রমিক।