টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবিঃ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার।
বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার(৭জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতরা হলো- শুনা মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৬৫), ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও তার স্ত্রী ফরিদা বেগম (৪০)।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতোয়ার রহমান জানান, উপজেলার লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের লোকজন পার্শ্ববর্তী গ্রাম রানাশালে ওয়াজ মাহফিল শুনতে যায়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ১১ জনকে নিয়ে একটি খেয়া নৌকা দিয়ে নদী পাড় হচ্ছিল। এ সময় কোনাই নদীতে খেয়া নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা ৮জন সাতরিয়ে তীরে উঠতে পারলেও মা, ছেলে ও ছেলের বৌ নিখোঁজ হয়।
শনিবার (৭ জানুয়ারি) সকালে টাকিয়া কদমা গ্রামের শুনা মিয়ার স্ত্রী তাসলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে তার ছেলে ও ছেলের বৌ। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে নিখোঁজ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।