মুমিনুলের হাফ সেঞ্চুরি

 

 

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাতিলের খাতায়ই ফেলে দিয়েছিলেন বাংলাদেশের ব্র্যাডম্যান খ্যাত মুমিনুল হককে। সে আর কেউ নন খোদ বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। শর্ট বল খেলতে পারেন না, বাউন্সি উইকেটে সমস্যা, আরও কতো অপবাদ। সেই মুমিনুলই দক্ষিণ আফ্রিকার উইকেটে হাফ সেঞ্চুরি করলেন। এখন টাইগারদের আশার প্রদীপ হয়ে উইকেটে আছেন তিনি।

আগের দিনের ৩ উইকেটে ১২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা তামিম ইকবালকে সঙ্গে নিয়ে শুরু করেছিলেন মুমিনুল। তবে তামিম ফিরে গেলেও এক প্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের ১২তম হাফ সেঞ্চুরি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুমিনুল সংগ্রহ ৬২ রান। ১০টি চারের সাহায্যে নিজের সাজানো ইনিংসে বল মোকাবেলা করেছেন ১২৭টি। এ সময়ে বাংলাদেশ দলের রান ৪ উইকেটে ২০১ রান। তার সঙ্গী মাহমুদউল্লাহ আছেন ১৯ রানে অপরাজিত। হাথুরুসিংহের বাতিলের তালিকায় অবশ্য তিনিও আছেন।

চার নম্বরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান মুমিনুল হাথুরুসিংহের আমলে জায়গা পান তিন নম্বরে। এরপর থেকেই নিজের সেরা ব্যাটিংটা করতে পারছিলেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার নম্বরে নেমে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।  তবে শুরুতে দলেই ছিলেন না। নানা নাটকের পর দলে জায়গা পেলেও ‘বাতিল’ মুমিনুলের জায়গা হয়নি প্রথম টেস্টের প্রথম একাদশে। দ্বিতীয় টেস্টে খেলেছিলেন ২৯ ও ৩১ রানের ইনিংস। তবে দক্ষিণ আফ্রিকার উইকেটেই হাফ সেঞ্চুরি তুলে সকল সমালোচনার জবাব দিলেন মুমিনুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!