ফেন্সিডিলসহ ক্রিকেটার মুশফিকের বড় ভাই গ্রেফতার
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেপ্তারের পর জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাইকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে তাকে শহরের বৃন্দাবনপাড়া এলাকা থেকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হলেও রোববার বিষয়টি প্রকাশ করা হয়।
এদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মিজুর কাছে দুই বোতল ফেন্সিডিল ছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, ‘মিজুকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে মামলা করা হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।’
মুশফিকের ভাইকে আদালতে তোলার সময় সংবাদ কর্মী ও সাধারণ মানুষ সেখানে ভিড় করেন। বিচারক তার জামিন আবেদন নাকচ করলে তাকে কারাগারে নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় মুশফিকের ভাইয়ের ছবি তোলার চেষ্টা করেন স্থানীয়রা। তবে তিনি এ সময় তার চেহারা লুকান হাত দিয়ে।
গত মাসের ১৭ তারিখে বগুড়ায় জাসদ নেতার ছেলে স্কুলছাত্র মাসুক ফেরদৌস মাসুককে হত্যার অভিযোগে মামলা হয়েছে মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা। তাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মাসুকের বাবা এমদাদুল হক এমদাদ।
মিজুর চাচা বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাউল হামিদ মেজবা জানান, তাদের পরিবারে কারো মাদক সেবনের রেকর্ড নেই। শত্রুতা করে কেউ তার ভাতিজাকে ফাঁসিয়েছে।