পোষা ব্ল্যাক মাম্বার ছোবলে আত্মহত্যা, মৃত্যুর আগে লাইভে! (ভিডিও)
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মাঝে মাঝে অনেকের মাঝে বিষণ্ণতা বা আবেগ ভর করে। তারা মনে করে তাদের জীবন শূন্য। আর এ কারনেই মূলত অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। রাশিয়ার এক সাপ বিশেষজ্ঞ এবার সেই আত্মহত্যারই পথই বেছে নিলেন। জানা গেছে, ওই সাপ বিশেষজ্ঞের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ায় সাপের কামড়ে আত্মঘাতী হয়েছেন তিনি। এমনকি পোষা ব্ল্যাক মাম্বা ছোবলে তার হাতের ক্ষত চিহ্ন দেখান সামাজিক মাধ্যম ফেসবুকের লাইভ স্ট্রিমিংয়ে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি সান এই সংবাদটি প্রকাশ করলেও ঘটনাটি কোনদিন ঘটেছে তা উল্লেখ করেননি।
আর্সেলান ভালিভ নামে ওই সাপ বিশেষজ্ঞ এক সময় রাশিয়ার একটি চিড়িয়াখানায় কাজ করতেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বরের সামাজিক মাধ্যমে ভালিভ আরেকটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি জানান তার স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। এবং এ কারণে সে প্রচণ্ড হতাশাগ্রস্ত।
আর্সেলান ভালিভ তার স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ রয়েছে। আর এ কারণেই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে বলে জানা যায়।
স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর আত্মহত্যার এই পদক্ষেপ নিয়েছেন আর্সেলান। আর আত্মহত্যার সময় তার স্ত্রীর কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য লাইভে আসেন তিনি। লাইভে তিনি জানান, তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসেন। এরপর সে তার হাতের সাপের কামড়ের চিহ্নটি দেখায়।
লাইভ স্ট্রিমিংয়ে অর্সেনাল বলেন, সাপের কামড়টি খুব সুন্দর না?
নিজের সঙ্গে ঘটা ঘটনাগুলো তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না বলেও জানান তিনি। লাইভ স্ট্রিমিংয়ের এক পর্যায়ে শেষবারের মতো তার স্ত্রীকে দেখার ইচ্ছাও পোষণ করেন তিনি।
লাইভ স্ট্রিমিং দেখে এক ব্যক্তি অ্যাম্বুলেন্সে খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি।