দিনাজপুর জেলা মোটর পরিবহণ ইউনিয়নের মে দিবস পালন

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুর মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের সুইহারীস্থ জেলা মোটর শ্রমিক ইউনিয়নে পালিত হলো মহান মে দিবস। আজ ১লা মে সোমবার সকাল ৯ ঘটিকায় জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের চৌরঙ্গী, মালদহপট্টী, মুন্সীপাড়া হয়ে লিলি মোড়, কোতয়ালী থানা দিয়ে আবার যথা স্থানে এসে শেষ হয়। এরপর সকাল ১১ টায় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব ইকবালুর রহিম এমপি সভায় উপস্থিত হলে দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক শেখ বাদশা ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এমপি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের উন্নয়ন এবং স্বার্থে সবকিছু করে যাচ্ছে যা বিগত সরকার করতে পারেনি।বক্তৃতা শেষে প্রধান অতিথি দিনাজপুর জেলা ইউনিয়ন কর্তৃক নির্ধারিত এবং তালিকাভূক্ত ৬৪ শ্রমিকের পরিবারকে নগদ এককালীন ৩০ হাজার টাকা করে বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ হামিদুল আলম, আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ফজলে রাব্বীসহ দিনাজপুর জেলার সকল মোটর পরিবহণ শ্রমিকগণ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা; কার্যকারী সভাপতি, রংপুর বিভাগীয় কমিটি রংপুর এবং দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এম, রফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!