মেলায় একঝাঁক ব্যাংকারের একগুচ্ছ বই
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে অগ্রণী ব্যাংক লিমিটেড এর একঝাঁক ব্যাংকারের একগুচ্ছ বই । গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছ’টায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর তেইশজন কবি লেখক সাহিত্যিকের বইয়ের মোড়ক উন্মোচন উঃৎসব অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ এবং উন্নয়ন গবেষক ড. জায়েদ বখত্ । বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্- উল ইসলাম এবং আরেক বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহা-পরিচালক বিশিষ্ট সংগীতজ্ঞ নারায়ণ চন্দ্র শীল ।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলো অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ । এটি অগ্রণী ব্যাংক লিমেটেড এ কর্মরতদের একটি সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুন কবি সাকিব জামাল, সাজ্জাদ খান, মফিজুল হক, লেখক রাসয়াত রহমান জিকো, কন্ঠশিল্পী মাফুজার রহমান, ফরহাদ মিল্টন, বাঁচিক শিল্পী এবিএস সুমনসহ অনেকে ।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারি এবং জাদুঘরে ঘুরতে আসা মানুষজন সহ সর্বশ্রেণী মানুষের উপস্থিতি উল্লেখযোগ্য । মোড়ক উন্মোচন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানটি ।
যে বইগুলোর মোড়ক উন্মোচিত হয়েছে তা হলো:
আবুল বাসার সেরানিয়াবাদ-হৃদিনন্দিতা তুমি নেই, এম এ মজিদ তালুকদার-সোনা মিয়ার পিতলা হাসি, সাকিব জামাল-কবিতামাতৃক বাংলাদেশ এবং দ্য থিওরি অব এভরিথিং (স্টিফেন হকিং), এফ এম আব্দুল কুদ্দুস-জাগ্রত চিত্ত, ইফতেখার আল-মায়ের দেহের ঘ্রাণ পতাকায়, আফরোজা খন্দকার-শত ভাবনার ফুল, সাজ্জাদ খান-বাবার কবেলই রাত হয়ে যায় এবং আপোষী পিরান, মফিজুল হক-নিঃসঙ্গ জংশনে মা এবং অসম ক্ষতের বিলাপ, রাসয়াত রহমান জিকো -ওয়ান ডাউন, হোসনে আরা জাহান-সোমেশ্বরী আখ্যান, আহমেদ উল্লাহ-দুঃস্বপ্নের দেয়াল, হোসনেয়ারা বেগম- প্রমিত প্রণয়, মো: সিরাজুল ইসলাম -দূর হতে তোমায় দেখেছি, মিরাজুল আলম-কতদিন বাবাকে দেখি না, জনি খালেদ-জীবন ও জননীর গল্প, মোহছেনা ঝর্ণা-ইলিনের বাবার চশমা, মো: জিয়াউর রহমান-জীবনটাই আজ রং ছাড়া, মারুফা জাহান- নৃ-চিহ্ন গাঁথা, পার্থ প্রতিম দে-জীবন চিত্রের ছন্দমালা, যেরীন মুক্তি-যে হারায় অবলীলায়, সুমনা ইয়াসমীন-অজান্তেই হেরে যায় প্রেম, শেখ মো; আব্দুর রাজ্জাক-তোমার মনের আঙ্গিনায়, নীল এবং ফাত্তাহ তানভীর-হঠাৎ তোমার শহরে।