মো. সেলিম হোসেন এর কবিতা- যদি কান্না কান্না লাগে
যদি কান্না কান্না লাগে
————————-মো. সেলিম হোসেন
যদি কান্না কান্না লাগে
গানটি কেন গাওনি আগে?
মায়া লাগা তব করুণ সুরে,
থাকতে পারিনা আর দুরে।
রক্তের প্রতি শিরায় শিরায়
দেহের প্রতি গিরায় গিরায়
আজ যে সুর বাজে,
পুরোনো প্রেম প্রীতি
হারানো জমা স্মৃতি
মনে করায় তা-জে।
এ গান শুনেই অতীত দিনে
ফেরার ইচ্ছে জাগে,
যদি কান্না কান্না লাগে
গানটি কেনো গাওনি আগে?
শত কোটি ভক্ত আজি
শুনছে তোমার গান,
দরদ মাখা করুণ সুরে
হারায় মনও প্রাণ।
জীবন চলার বাঁকে
দুঃখ সুখের ফাঁকে
শুনি হৃদয় অনুরাগে,
যদি কান্না কান্না লাগে
গানটি কেন গাওনি আগে?