এম এস ইসলাম আকাশ এর কবিতা-যন্ত্রণায় আছি
যন্ত্রণায় আছি
————–এম এস ইসলাম আকাশ
নামে আহামরী ভোগান্তিতে বাহারী
মহানগরীতে যন্ত্রনার নেই কোন শেষ,
নিঃশ্বাসে বিষ ঢুকে সফেদ ফুসফুসে
অকালে যন্ত্রটা যায় একেবারে ফেঁসে।
ঘন্টার পর ঘন্টা বসে থাকি রাজপথে
নিত্য জ্যাম নামক যন্ত্রনার যান্ত্রিক রথে,
কত গুলো কর্মঘন্টা রাস্তায় ফেলে
দীর্ঘশ্বাস
বুকের ভিতর প্রাণ পাখিটা করে
হাসফাস।
বসে বসে শুনি অবিরাম শব্দের তরজমা
ক্রমেই যন্ত্র দানব হয়ে উঠে শব্দ বোমা,
ওরা জানে এ জ্যাম সহসাই ছাড়বে না
তবুও হর্ণ যন্ত্রনা থেকে মুক্তি মিলে না।
পারিনা নিতে তরতাজা নিঃশ্বাস
বাতাসে ধুলোর সাথে সীসার বসবাস,
নগরীর বাতাসে জীবানুরা হাসে
সুযোগ মত হৃদযন্ত্রটাকে ধরে ঠেসে।
বিনোদনের পার্কগুলোতে অসভ্য
বিনোদন
ফিসফিসে কঘা এক লয়ে শারিরীক
স্পন্দন,
ভদ্রতার বালাই নেই উজবুকের দঙ্গল
বিনোদনের নয় এ যেন অসভ্যতার
জঙ্গল।
ঘরে মানুষ নয় মশারা বসবাস করে
মশার ভয়ে বন্দী মানুষ মশারীর
কারাগারে,
ঠিক নেই কোনটা পানি বিদ্যুৎ অথবা
গ্যাস
অসহ্য যন্ত্রণায় ভোগান্তির একশেষ।
আছি ভাই অতিশয় অসহনীয় যন্ত্রনায়
স্বেচ্ছায় বন্দীত্বের ফাস পরেছি গলায়,
কবে পাব শান্তি আমার এ প্রাণে
কবে যে পাব রেহাই বিধাতাই জানে।