মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কাজ শুরু।

শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুর সদরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সদর উপজেলা অডিটোরিয়ামে এ কার্যক্রম শুরু হয়।

বাছাই কমিটি সূত্র জানায়, সদর উপজেলায় অনলাইনে আবেদনকৃত ১৪২ জন আবেদনকারী ও জামুকায় সরাসরি আবেদনকৃত ২৮ জন আবেদনকারীর যাচাই বাছাই করা হচ্ছে।জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এম এ সাত্তার খানসহ সাত সদস্যের বাছাই কমিটি দিনভর মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার গ্রহণ করবেন। যে সকল মুক্তিযোদ্ধা ইতোমধ্যে মারা গেছেন, তাদের স্ত্রী ও সন্তানদের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হবে।

শরীয়তপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এম এ সাত্তার খান বলেন, শান্তিপূর্ণভাবে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন যারা এখনো তালিকাভুক্ত হননি। কেবলমাত্র যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সাক্ষ্য প্রমাণ যাচাই করা হবে।

যাচাই-বাছাই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার এম এ সাত্তার খান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!