পাকিস্তান আমলেও রডের পরিবর্তে বাঁশ!
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরডটকম
ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার নিয়ে বছর খানেক আগে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল দেশব্যাপী। অথচ এই রডের পরিবর্তে বাঁশের ব্যবহার হয়ে আসছে সেই পাকিস্তান আমল থেকে। আজ বৃহস্পতিবার এর সত্যতা মিলেছে খোদ নোয়াখালীর সেনবাগ পৌর শহরের “সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।”
পাকিস্তান আমলে নির্মিত ওই বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভেঙ্গে ফেলার সময় রডের পরিবর্তে বাঁশের কঞ্চির ব্যবহার খুঁজে পাওয়া গেছে। বিষয়টি মুহূর্তের মধ্যে পৌর শহরে জানাজানি হলে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মাঝে নানা কৌতূহল সৃষ্টি হয়।
জানা যায়, বিদ্যালয়ে জন্য নতুন একটি ওয়াশ রুম করার জন্য স্কুলে প্রবেশের পাশে পরিত্যক্ত ভবনের জায়গাটি নির্বাচন করা হয়। আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর আগে পাকিস্তান সরকারের আমলে এ ভবনটি নির্মাণ করা হয়েছিল। যার নিচের অংশে পাকা ও উপরের অংশে টিন ছিল। দীর্ঘ দিন পরিত্যক্ত থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে ওই ভবনটি ভাঙ্গার কাজ শুরু হয়। ভবন ভাঙ্গার এক পর্যায়ে দেখা যায়, ভবনের ভিমগুলোতে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছিল। ঘটনাটি দেখে ভাঙ্গার কাজে নিয়োজিত শ্রমিকরা অবাক বনে যান। পরে দেখা যায়- পুরো ভবনের এক অংশ ভাঙ্গার পর রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়। বাঁশের কঞ্চিগুলো দেখতে অনেকটা অক্ষত অবস্থায় রয়েছে।