আওলাদ হোসেন এর কবিতা- প্রাণ বিসর্জন দেয়
প্রাণ বিসর্জন দেয়
—————আওলাদ হোসেন
কেন আগে বুঝি নাই
তোমার কোন প্রেম নাই
তুমি যে কি, আসলেই কি
আমি কেন মজেছিলাম তোমার প্রেমে
ধরা নাহি দাও
দেখা নাহি দাও
কথা নাহি কও
উপমা দিয়েছ অনেক
স্মৃতি দাও নাই
এত দিন কিসের
কল্পনা করেছি,
এতদিন কোন মূর্তি গড়েছি
তোমার কোন নেই সন্ধান
অধরা অজানা
অচেনা বয়ে গেলে চিরকাল
তাহলে, তাহলে
শেষের ঠিকানায়
আমি বলে যাই
তোমাকে আর
চাইবো না আমি
আমি রইবনা প্রতিদিনের
মতো তোমার অপেক্ষায়
হে রুপসী নারী তোমার
প্রেমে যারা বিসর্জন
দেয় রূপসার ঘোলা জল,
তুমি তাদের ক্ষমা করে যেন
বিভ্রান্তিতে প্রাণ বিসর্জন না দেয়।