রাতে স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন খালেদা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনার জন্য দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে কমিটির সব সদস্যকে বার্তা পাঠানো হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৮টায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে কি নিয়ে আলোচনা হবে, সেটি নিশ্চিত না করে এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন শায়রুল কবির খান।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন, বেশ কিছু চুক্তি করেছেন আবার তিস্তা চুক্তি করতে পারেননি, এ নিয়েই তো আলোচনা হবে। আবার অন্য প্রসঙ্গও আসতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে গত ৩ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, ভারত সফরে যদি সামরিক কোনো চুক্তি হয়, তাহলে বিএনপি কর্মসূচি দেবে।