রানার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজারো মানুষের ঢল
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঘাটাইলে স্থানীয় সাংসদ আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে রানা এম’পির সমর্থকরা।বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার হামিদপুরে আওয়ামীলিগ অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয় পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় সহশ্রধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এমপি রানা ও তার ভাইদের গভীর ষড়যন্ত্র করে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের উদ্দেশ্য-প্রনোদিত ভাবে হয়রানী করা হচ্ছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে এমপি রানা ও তার ভাইদের মুক্তি দেওয়া হউক।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।