রাষ্ট্রপক্ষের ৬ সাক্ষীর শাস্তির আবেদন করলেন খালেদা জিয়া
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষীর শাস্তি চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। এই ছয়জন হলেন- মামলার তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশীদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মাজেদ আলী ও আবদুল বারেক, সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকীর ব্যক্তিগত সচিব সৈয়দ জগলুল পাশা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা কামাল মজুমদার, বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান।
আজ বুধবার বেলা ১১টা ৫২ মিনিটে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে হাজির হন খালেদা জিয়া। এরপরে এ মামলায় যুক্তিতর্ক শুরু হলে তার পক্ষের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতে এই লিখিত আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়, যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি শুরু হলে আসামিপক্ষের আইনজীবীরা শুরুতেই বিচারককে বলেন, তারা তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয় সাক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করতে চান। বিচারক তখন বলেন, আগে যুক্তিতর্ক শেষ হোক, তারপর আবেদন।
সূত্র আরো জানায়, খালেদা জিয়ার পক্ষে চতুর্থ আইনজীবী হিসেবে এদিন আদালতে যুক্তি উপস্থাপন শুরু করেন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি আবারও তার অসমাপ্ত বক্তব্য উপস্থাপন শুরু করবেন। এর আগে খালেদার পক্ষে আরেক আইনজীবী এ জে মোহাম্মদ আলী তার যুক্তিতর্ক উপস্থাপন করেন।
প্রসঙ্গত, জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট তদন্ত কর্মকর্তা হারুন আদালতে অভিযোগপত্র দেন। পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরু করে।
এ মামলার অন্য আসামিরা হলেন- খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।