রাষ্ট্রপতি ছাগল চরাতে গেছেন, প্রধানমন্ত্রী বসে আছেন মুদী দোকানে!
বিনোদন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ কাউকে চেঁচিয়ে উঠতে শুনলেন, রাষ্ট্রপতি মাঠে ছাগল চরাতে গেছেন। বিকেলে ফিরবেন। কিংবা প্রধানমন্ত্রী চৌরাস্তার মোড়ে মুদির দোকানে বসে রয়েছেন। শুনে হয়তো আপনার চোখ কপালে উঠবে।
কিন্তু এই দৃশ্য প্রত্যক্ষ করতে হলে আপনাকে যেতে হবে রাজস্থানের বুন্দি জেলার প্রত্যন্ত গ্রাম রামনগরে। সেখানে বসবাস করে কঞ্জর সমপ্রদায়ের শ’পাঁচেক সদস্য। খুঁজে দেখলে এই গ্রামে কালেক্টর, ম্যাজিস্ট্রেট, আইজি, ডিজি, হাবিলদারেরও হদিস পাওয়া যাবে।
আসল ঘটনা হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা কালেক্টর এগুলো তাদের পদ-পদবী না, এগুলো তাদের নাম। নামের এই বাহার সম্পর্কে স্থানীয় এক স্কুল শিক্ষক জানালেন, এই গ্রামের অধিকাংশ মানুষ অশিক্ষিত। বাইরের জগত্ সম্পর্কে তেমন ধারণা নেই তাদের। কিন্তু গ্রাম থেকে বাইরে গিয়ে কোন শব্দ তাদের মনে গেঁথে গেলে ফিরে এসেই সন্তান, নাতি-নাতনিদের নামকরণ করেন সেই অনুযায়ী। কারো কারো নাম তো হাইকোর্ট, অ্যান্ড্রয়েড, সিম কার্ড, মিস কলও পর্যন্ত রয়েছে।
উৎস-আনন্দবাজার।