লাফিয়ে মারা যান মাকসুদুর, নিখোঁজ স্ত্রী রুমকী
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের (কামাল আতাতুর্ক অ্যাভিনিউ) এফআর টাওয়ারে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭ জনে। ওই ভবনের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতে মাকসুদুর রহমান (৩৫) এবং তার স্ত্রী রুমকী (২৮)। আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে বাঁচতে চায় মাকসুদুর। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আর এখনো নিখোঁজ রয়েছেন নিহত মাকসুদুরের স্ত্রী রুমকী ।
মাকসুদুরের খালাতো ভাই ইমতিয়াজ জানান, পুরান ঢাকার বাসিন্দা মাকসুদুর। স্বামী-স্ত্রী একই অফিসে চাকরি করতেন। পরিবারের একমাত্র ছেলে তিনি। বাবা মারা গেছেন ছোট বেলায়। সম্প্রতি মা’কে নিয়ে নতুন কেনা ফ্ল্যাটে ওঠার কথা ছিল। কিন্তু এখন সবই শেষ হয়ে গেলে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যোগ দিয়েছেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে সব কর্মীদের সহায়তা করছে আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬টা) আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ভবনের ভেতরে প্রবেশ করেছে ফায়ার কর্মীরা ও সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা।
সর্বশেষ এফ আর টাওয়ারের আগুনের তীব্রতা কমেছে। অনেকে আটকে ছিল। এখনো কেউ আটকে আছে কিনা বোঝা যাচ্ছে না। তবে পুরো টাওয়ার এখনও কিছুটা ধোঁয়াচ্ছন্ন। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরা কাজ করছেন। পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট।