শচীনের চোখে সেমিফাইনালের চার দল
বাংলাদেশ-ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে আজ রোববার শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের বাছাই পর্ব। মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে মূলপর্বের খেলা। সুপার টেনে দশ দলের লড়াই শেষে চারটি দল পাবে সেমিফাইনাল খেলার টিকেট। ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার জানালেন চারটি দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনার কথা। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে টেন্ডুলকার জানালেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা এবারের আসরে সেমিফাইনাল খেলছে। তবে চার দলের মধ্যে নিজের দেশ ভারতকেই ফেভারিট মানছেন এই কিংবদন্তি। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক এবারের আসরে শিরোপা জয়ের ব্যাপারে নিজের লক্ষের কথা জানালেও টিম অস্ট্রেলিয়াকে ততটা গুরুত্বের সাথে দেখছেন না টেন্ডুলকার। তিনি বলেন, ‘তাদের বোলিং আক্রমণ পূর্বের ন্যায় খুব বেশি শক্তিশালী না। অপেক্ষাকৃত নতুন বোলারদের নিয়ে গড়া দলে অভিজ্ঞতার অভাব বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। তবে তাদের ব্যাটিং অর্ডার অনেকটাই সমৃদ্ধ।’ দক্ষিণ আফ্রিকা প্রসঙ্গ টেনে শচীন বলেন, ‘আফ্রিকা সাম্প্রতিক সময়ে খুব বেশি ভালো না করলেও তাদের ডি ভিলিয়ার্সের মত ব্যাটসম্যান আছে। যেকোন সময় সে ম্যাচের মোড় বদলে দিতে সক্ষম। তাই আফ্রিকা কিছুটা হলেও ভাবাচ্ছে ভারতকে।’ তবে ইংল্যান্ডকে সমীহ করেই কথা বললেন শচীন। তার মতে ভারতের জন্য সবচেয়ে বেশি ঝামেলা হতে পারে এই ইংল্যান্ড। বললেন, ‘ওদের বেশ কিছু দক্ষ ক্রিকেটার আছে, যারা সীমিত ওভারের খেলায় বেশ ভালো করবে। তাদের বোলিং আক্রমণ আমাকে মুগ্ধ করেছে। বিশেষত, মঈন আলীর মত বুদ্ধিদীপ্ত স্পিনার ব্যাটসম্যানদের চিন্তার কারণ হতে পারে। বিশেষ মুহুর্তে কার্যকর কৌশলে বল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার অসাধারণ দক্ষতা আছে তার।’ এছাড়া আরেক লেগ স্পিনার আদিল রশিদকেও প্রশংসায় ভাসালেন শচীন। রশিদের স্লোয়ারে মুগ্ধ সাবেক এই ব্যাটসম্যান। এরপরও ভারত যদি তাদের নিয়মিত ক্রিকেট খেলে যেতে পারে তবে কোন দলই তাদের জন্য চিন্তার কারণ হবে না বলে মনে করেন তিনি। এছাড়া আরেক হার্ড হিটার ব্যাটসম্যান ও ব্ল্যাক ক্যাপসদের সাবেক অধিনায়ক ব্রেডন ম্যাককালামের অনুপস্থিতি নিউজিল্যান্ডকে খানিকটা সমস্যায় ফেলতে পারে বলে মনে করেন এই কিংবদন্তি। তিনি বিশ্বাস করেন, ম্যাককালাম দলে থাকলে সেটা তাদের দলের জন্য অনেক বড় একটা অর্জন হতো।