আজ শহীদ আবু রায়হান জগলুর ৩৪তম মৃত্যু বার্ষিকী
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে বর্ধিত বাস ভাড়া আন্দোলেনের নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩৪তম মৃত্যু বার্ষিকী আজ সোমবার(৮ ফেব্রুয়ারি)।
স্বৈরশাসক এরশাদের আমলে বর্ধিত বাস ভাড়ার প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশ নির্বিচারে গুলি করে। ১৯৮৭ সালের এইদিনে টাঙ্গাইলে আধা বেলা হরতাল চলাকালীন পিকেটিংয়ের সময় আদালত রোডে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আবু রায়হান জগলু।
এ উপলক্ষে টাঙ্গাইল জেলা ছাত্রদল ও তাঁর পরিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করে থাকে। কর্মসূচির মধ্যে থাকে শোকর্যালি, স্মরণ সভা, শহীদ জগলুর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ইত্যাদি।