অয়ন সাঈদ এর কবিতা-শারদীয় বাতাসে শুনি কবিতার অভ্যুত্থান
শারদীয় বাতাসে শুনি কবিতার অভ্যুত্থান
——————————————– অয়ন সাঈদ
কাশ্মীর-উরি ব্যারাক, কাচারী গলি
জিরো পয়েন্ট থেকে বিস্তৃত সিমান্ত
আকাশে মেঘের হলুদকুসুম রানওয়ে
তারও অধিক প্রত্যেক অন্তপুর আলোকাবেলায়
সাইকেলিস্ট হকারের হাতে হাতে
কবিতা এখনই রাষ্ট্রের কোষবিন্দু দিয়ে
পৌঁছে যাবে জাতিসংঘের কমান্ড সেন্টারে;
শারদীয় বাতাসে শুনি কবিতার অভ্যুত্থান
কাব্য ভাবনার ট্রিগারে টার্গেট পয়েন্টে
ওয়ার রুমে লাভ ক্যান্ডি চুষুক বিশ্ব নেতারা
সাদা রুমাল উড্ডয়ন সোনালী কবুতর
যুদ্ধভূমিতে সালফার পটাশের বদলে সংমিশ্রন হয়ে যাক-
কবিতার জ্যোষ্টি মধু, বনফুল, জাফরান, এলাচির ঘ্রাণ।