বৃহত্তর দিনাজপুর১-১২ শিক্ষক নিবন্ধিত প্রতিনিধি দলের আইনজীবির সাথে সাক্ষাত
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বৃহত্তর দিনাজপুর ১-১২ শিক্ষক নিবন্ধিত বিশেষ প্রতিনিধি একটি দল আইনজীবির সাথে সাক্ষাত করে। উক্ত কমিটির আহবায়ক এমদাদুল হক জানায়, গত ২৭ জুন বুধবার সকাল ১০ ঘটিকায় বৃহত্তর দিনাজপুর ১-১২ শিক্ষক নিবন্ধিত কমিটির ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ কমিটি গঠন করা হয় এবং সার্বিক ব্যবস্থাপনা ও আয় ব্যয় নিয়ে বিশদ আলোচনা হয়। আগামী ১৫ জুলাই ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবে কর্মসূচীর আলোকে বিশেষ কমিটি বৃহত্তর দিনাজপুর ১-১২ তম প্রত্যেক নিবন্ধিতকে উক্ত কর্মসূচীতে অন্তর্ভুক্ত করতে মহা পরিকল্পনা গ্রহন করে। কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, লালমনিরহাট ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব জয়ন্ত কুমার জানান, নিবন্ধিত দলের প্রত্যেক সদস্য স্বত:ফূর্তভাবে এগিয়ে আসলে তাদের দাবী পূরণ সম্ভব। এক্ষেত্রে গণ ঐক্যের বিকল্প নেই। অন্যদিকে উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সানলাইট স্কুলের সিনি: সহকারি ইংরেজি শিক্ষক জনাব মাহমুদুল্লাহ বুলবুল বলেন, কোন পরিকল্পনা বা কর্মসূচী বাস্তবায়নে অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রত্যেক সদস্যকে এ ব্যাপারে স্ব-উদ্যোগী হয়ে নির্ধারিত (উপরন্ত) ফি নিজেদের স্বার্থে জমা করা অতি জরুরী। নইলে পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হতে পারে। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পরে আহবায়ক এমদাদুল হক সবার প্রতি ব্যয়ের নির্ধারিত ফি অতিসত্বর জমা দেওয়ার জন্য সকলের প্রতি জোর আহবান জানান। উপস্থিত সদস্যবৃন্দ উক্ত ফি প্রদান পূর্বক সকলের মঙ্গল কামনা করে দূপুর ১২.৩০ ঘটিকায় পূনর্মিলনী ও আলোচনা সভার সমাপ্ত ঘোষনা করা হয়। এরপর বিশেষ কমিটির একটি প্রতিনিধি দল দুপুর ১ টায় আইনজীবি আ: মতিন সরকারের সাথে তার গ্রামের বাড়ি খামসামার দুহশুহ চৌধুরী পাড়ায় দেখা করে। জনাব আ: মতিন সরকার প্রতিনিধি দলটির সাথে প্রায় ১ ঘন্টার বৈঠকে বিভিন্ন শলা পরামর্শ দান করে। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত কেন্দ্রীয় পরিষদের সহ: সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপদেষ্টা ও কাগজ ২৪ -এর জেলা প্রতিনিধি ভূপেন্দ্র নাথ, অগ্নিকন্যা খ্যাত ও কবি নূরী, মামুন সরকার, সাত্তার, আনোয়ার, ধ্রুবনাথ, বৃহত্তর দিনাজপুর ১-১২ শিক্ষক নিবন্ধিত কমিটির সহ: আহবায়ক কিশোর কুমার ও শাহাজান আলী, আরিফুজ্জামান, রামকলার বঙ্কিম, মিলন কুমার, নতুন রীটের আহবায়ক আমিনুর ইসলাম, অন্যতম সদস্য জয়ন্ত কুমার, প্রনব দাস, নুরজামান হক প্রমুখ।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।