পরীক্ষায় নকল করতে না দেয়ায় পাবনা সরকারি কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় মামলা ; এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ শিক্ষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে কলেজ অধ্যক্ষ এস এম আব্দুল কুদ্দুস বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করা হয়। আর মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় দুই আসামী সজল ইসলাম ও শাফিন শেখ কে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে পরীক্ষায় নকল করতে না দেয়ায় গত ১২ মে কলেজ থেকে বাসায় ফেরার পথে কলেজের গেটে শিক্ষক মাসুদুর রহমানকে মারধর করে বহিরাগত কয়েকজন যুবক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই হামলার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। হামলার ঘটনা ভিন্নখাতে নিতে উল্টো ওই শিক্ষকের বিরুদ্ধে আনা হয় ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ। হামলার ভিডিও ফুটেজে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন জুন্নুনকে দেখা গেলেও অজ্ঞাত কারণে মামলায় তাকে আসামী করা হয়নি। অপরদিকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দাবি করেন এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। তবে জেলা ছাত্রলীগ এ সংক্রান্ত কোন প্রেস বিজ্ঞপ্তি দেয়নি।