সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-শেষ হয়নি বলা
শেষ হয়নি বলা
—- সেলিনা জাহান প্রিয়া
গল্পটা আজও শেয হয়নি বলা
নিঝুম রাতে দক্ষিণ বাতায়নের গল্প
আমি নীরব সেই গল্পে আমি!
আমি মাটি! সেই কাদা মাটি
আমি পুড়ে পুড়ে আজ শক্ত হয়েছি,
আমি পাথর, আমি নির্জীব।।
আমি নিষ্ঠুর, আমি অহংকারী, আমি সব।।
আমায় বুঝতে নেই! আমায় বুঝতে হবেনা।।
আমি কেউ নই, আমি কারো নই
আমি আমার…শুধু আমার…
যখন আমি থাকবো না, তোমাদের মাঝে;
কুড়াবো না স্বপ্ন শুভ্র মেঘের ভাঁজে,
জোসনা ঝরা আকাশে দিবো পাড়ি
খুঁজবে কেউ এক হৃদয়ের মানব।
উড়ন্ত ঐ চিলের সাথে একলা গোপনে,
গল্পে মশগুল হবো,দুরন্ত ছোটবেলা_
বউ কথা কও যদি উড়ে ক্ষনে,
তারই সাথে করব লুকোচুরি খেলা।
নক্ষত্রের রানীর কুটির ঘরে সাজাবো
নীলাকাশে গড়ব আমি বসত বাড়ি।
যখন আমি থাকবো,তোমাদের মাঝে;
আমায় তোমরা খুঁজে নিও, গোধুলির সাজে,
নিঝুম রাতে দক্ষিণ বাতায়নের গল্প
আমি নীরব সেই গল্পে আমি!
গল্পটা আজও শেয হয়নি বলা।