চিরিরবন্দরে মুদি দোকানদার বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ।
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে ২য় শ্রেনীর ছাত্রীকে শ্লীলনতাহানীর অভিযোগে এক মুদি দোকানদারকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার ৬২নং পূর্বসাইতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে স্কুল সংলগ্ন চড়কডাঙ্গা বাজারের মুদি দোকানে খাবার কিনতে গেলে মুদি দোকানদার তোফার উদ্দিনের পূত্র ও দুই সন্তানের জনক শাহাজাহান আলী সাজু (৩৫) জোরপূর্বক শিশুটিকে দোকানের ভিতরে ঢুকিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশুটি হাত ফসকে পালিয়ে বাড়ীতে তার মাকে ঘটনাটি খুলে বলে।
অত:পর পরিবারের লোকজনসহ বিক্ষুব্ধ এলাকাবাসী দোকানদারকে আটক করে এবং পরে চিরিরবন্দর থানায় খবর দেয়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছলে আটক দোকানদার সাজুকে পুলিশে সোপর্দ করে করে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: ছায়েরা খাতুনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।
এ ব্যাপারে চিরিরবন্দর থানা ইনচার্জ হারিছুল ইসলাম জানান, বিষয়টি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।