জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস মুক্ত টাঙ্গাইল গড়তে চাই – নাগরিক মতবিনিময় সভায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল সোসাইটি, ঢাকা আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আগামী নির্বাচনে টাঙ্গাইল সদর আসন থেকে নির্বাচন করার প্রত্যাশা ব্যাক্ত করে নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
বনানী ডুফা সেন্টারে অনুষ্ঠিত নাগরিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ডঃ অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম।
ঢাকায় বসবাসরত টাংগাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিপুল সংখ্যক মানুষ উক্ত নাগরিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও বিএনপি’র রাজনীতির অকুতোভয় সৈনিক সুলতান সালাউদ্দিন টুকু যাতে আগামী নির্বাচনে মনোনয়ন পেয়ে টাংগাইল জেলার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এজন্য নাগরিক মতবিনিময় সভা থেকে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করা হয়।