সফলতার ১ম বর্ষে সাইডিরিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় সাইডিরিয়্যাল মডেল স্কুল ্ কলেজ ১ম বছরেই সফলতার স্বাক্ষর বহন করেছে। উপজেলায় আধুনিক মানসম্মত ডিজিটাল নির্ভর শিক্ষার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১৮ শিক্ষাবর্ষে। চলতি বছর প্রাথমিক সমাপনি পরীক্ষায় নয়জন শিক্ষার্থী অংশগ্রহন করে পাঁচজন জিপিএ ৫ এবং বাকি চারজন এ গ্রেড লাভ করে। জে এস সি পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে চারজন জিপিএ ৫ সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে। অত্র এলাকায়প্রতিষ্ঠানটির সাফল্যের কারণে শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ এবং অভিভাবক মন্ডলী উচ্ছাস প্রকাশ করেন। পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ি গোলাম রব্বানী বলেন, প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠানটি শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছে। উপজেলায় মানস্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে সচেতন অভিভাবকরা চিরিরবন্দর ও সৈয়দপুরে তাদের সন্তানদের লেখাপড়ার জন্য পাঠাতেন যা ব্যয়বহুল এবং সন্তানের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায়। আমাদের প্রতিষ্ঠানটির একদল উদ্যমি তরুণ শিক্ষক স্বল্প খরচে উন্নত শিক্ষা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখছে। প্রতিষ্ঠানের প্রধান ভূপেন্দ্র নাথ জানান, গ্রামের পিছিয়ে পড়া দূর্বল শিক্ষার্থীদের নিবিড় যত্নে শিক্ষাদান ও ভালো ফলাফল আমাদের একমাত্র সফলতা।