ডাঃ আওলাদ হোসেন এর কবিতা-সমান পারদর্শী
সমান পারদর্শী
——————- আওলাদ হোসেন
ভাদ্রের টানে কুকুর-কুকুরি টানে,
বাঁধে ঘর, মানুষ হয় মহাসাধু।
কেহই সত্যের কান্ডারী নহে,
মিথ্যার পূজারী সবাই,
কিসের গর্ব কর? এক মহাভন্ড।
জগৎ জুড়িয়া শুধু ভন্ডেরই খেলা
জমেছে পৃথিবীতে তাই বসেছে মেলা,
ডুগডুগি বাজিয়ে,
তেলেসমাতি দেখিয়ে
রূপের পসরা সাজিয়ে
চলেছে এক মহাভন্ড।
জগৎ সংসারে যে যত বড় ভন্ড,
তাকে নিয়ে ততই চলে কানাঘুষা
ও কিরে! এতো সাধক নয়,
বসন্ত এসে গেছে, খরায় চিলে নিয়ে গেছে কান,
স্রোতের টানে চলেছে সবাই
চিলের কারনে ভাগ বাটোয়ারাও শেষ
কেহই পায়নি রক্ষা।
অথচ চিল বলেও কিছু নেই, কানও কোথাও নেই।
এক জনই পেরেছে কেবল করতে রক্ষা
আরতো সবাই মহাভন্ড।
সূর্যের আগমনে চলে সমাগম
সূর্য ডোবার সময় নেই দেখা,
পৃথিবীর এই সাজ গরীব ধনী
শিক্ষিত অশিক্ষিত সমান পারদর্শী।