সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে-কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সকল সরকারী কর্মকর্তাদের সততা ও দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়ে কৃষি মন্ত্রী ডক্টর মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। প্রতিটি দপ্তর থেকে জনগন যাতে দ্রুততম সময়ের মধ্যে ঝামেলাহীনভাবে সেবা পায় সে লক্ষ্য সকল কর্মকর্তাকে কাজ করতে হবে।
কৃষি মন্ত্রী গতকাল রবিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো সরকার গঠন করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পাঁচ বছরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি অংগিকার বাস্তবায়ন করবেন।
জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ছোট মনির, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।
সভায় জেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।