সর্বনিম্ন রাইড ফেয়ার দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ‘মুভ’
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং এর দেশীয় প্রতিষ্ঠান মুভ। যাত্রা শুরু হওয়ার পর থেকেই মুভ খুব দ্রুত ভোক্তাদের মধ্যে নিজের চাহিদা তৈরিতে সক্ষম হয়।
এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে মুভ কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। সে ধারাবাহিকতায় এবার বেস ফেয়ার বিহীন সর্বনিম্ন রাইডিং ফেয়ার দিয়ে চলাচল করা যাবে ‘মুভ’এ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে মুভ এসেছে নান্দনিক রুপে। মুভ রাইড বাংলাদেশের অন্যতম রাইডিং শেয়ারিং অ্যাপ। শুধু তাই নয় মুভ দিচ্ছে বেস ফেয়ার বিহীন সর্বনিম্ন রাইডিং ফেয়ার, মাত্র ৪৯ টাকায় ২ কিলোমিটার, পরবর্তী কিলোমিটার মাত্র ১২ টাকা এবং মিনিট চার্জ মাত্র ৪৯ পয়সা। এর পাশাপাশি মুভ সেন্ড অ্যাপ সেবার মধ্যদিয়ে সহজেই পণ্য ডেলিভারি করা যাবে। সর্বোচ্চ ৫ কেজি পণ্য বা ডকুমেন্ট পাঠাতে খরচ হবে মাত্র ১৪৯ টাকা।
মুভ এশিয়া জেড পি টেকনোলজির একটি প্রতিষ্ঠান।
অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন http://bit.ly/2A0BXr8 ঠিকানায়।