লেখাপ্রকাশের সাহিত্য পুরস্কার ঘোষণা ও বেঞ্জামিন কস্তা’র ‘প্রবন্ধসমগ্র’র প্রকাশনা উৎসব

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রতি বছরের মত এবারও ‘লেখাপ্রকাশ’-এর ১১টি সাহিত্য পুরস্কারে ভূষিত কবি-সাহিত্যিকদের নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় পর্যায়ে পুরস্কৃতরা হলেন- কবিতায় বায়তুল্লাহ কাদেরী, উপন্যাসে ইসহাক খান ও মোহাম্মদ আলী মিয়া। আইন প্রবন্ধে সাঈদ আহমেদ। প্রবন্ধে ফাদার অমিয় মিস্ত্রী। গবেষণা প্রবন্ধে ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। গীতিকবিতায় সাখাওয়াৎ শাওন। ছড়ায় নুরুল আলম কলি ও নাসিরুদ্দীন তুসী। কিশোরগল্পে শাহজাহান আবদালী। ছোটগল্পে জয়নুল আবেদীন। বড়গল্পে শাহানা সুলতানা। কলামে রফিকুল ইসলাম রতন ও এড. এস আকবর খান। অনুবাদে ড. শামীম আরা। প্রচ্ছদে অরূপ মান্দী। প্রবাসীকবিতায় শাকিল রিয়াজ। মরণোত্তর কবিতায় মুজাফফর আলী তালুকদার। প্রকাশনায় চারুলিপি। বিভাগীয় পর্যায়ে পুরস্কৃতরা হলেন-কবিতায় আলী মুহম্মদ ফরহাদ, আবু মাসুম, শেখ সালাহ্উদ্দিন, ফরিদ উদ্দীন আহমেদ, সুমন আমীন, অর্পিতা ইসলাম, আলী আজম মিঞা, আশিক রায়হান চৌধুরী, ফারজানা করিম বাঁধন, আলম তারেক, আশরাফ ফকির, শাহানশাহ্ সুলতান, আব্দুল হালিম ও হাফসা মাহমুদ। গীতিকবিতায় খন্দকার মো. আলী সম্রাট। গল্পে আয়শা মাহমুদ, মারলিন ক্লারা ও রুবী ইমেল্ডা গোমেজ। উপন্যাসে অয়ন্ত মালেক। গবেষণা প্রবন্ধে আবু মোমিন, আলী রেজা, মো. আকবর আলী, ফাদার দিলীপ এস কস্তা ও সিস্টার রেবা ভেরোনিকা ডি কস্তা।

সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘লেখাপ্রকাশ’-এর স্বত্বাধিকারী, সব্যসাচী লেখক বিপ্লব ফারুক প্রবর্তিত ১১টি সাহিত্য পুরস্কারের নাম হচ্ছে- নজরুল সাহিত্য পুরস্কার, জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার, মওলানা ভাসানী সাহিত্য পুরস্কার, মাদার তেরেসা সাহিত্য পুরস্কার, চে’গুয়েভারা সাহিত্য পুরস্কার, শামছুল হক সাহিত্য পুরস্কার, শাহরিয়ার হাসান সাহিত্য পুরস্কার, শিশুকবি রকি সাহিত্য পুরস্কার, ড. আনিছুর রহমান সাহিত্য পুরস্কার, চিত্তরঞ্জন সাহা সাহিত্য পুরস্কার, ফাদার বেঞ্জামিন কস্তা সাহিত্য পুরস্কার।

লেখাপ্রকাশ, নটর ডেম শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটি ও ফাদার বেঞ্জামিন কস্তা স্মৃতি পরিষদের উদ্যোগে আগামী ৮ ডিসেম্বর রোজ শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিতব্য সদ্যপ্রয়াত ফাদার বেঞ্জামিন কস্তার ‘প্রবন্ধসমগ্র’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও লেখাপ্রকাশ-এর ১১টি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এম.পি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এমপি সংস্কৃতি হিতৈষী ফজলুর রহমান খান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক গ্যাপনী সিত্রসসি, ঢাকাস্থ ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কোচেরী, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ড. সফিউদ্দীন আহমদ, বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, শিল্পপতি তপন চৌধুরী, নজরুলসেনার প্রতিষ্ঠাতা পরিচালক, প্রবীণ আইনজীবী ফজলুল হক খান ফরিদ (সাথীভাই) ও কবি মাহমুদ কামাল প্রমুখ।

মূলপ্রবন্ধ পাঠ করবেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন। প্রধান আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. শাকির সবুর। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন কবি বিপ্লব ফারুক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!