মোঃ আরিফুল ইসলাম এর কবিতা- সুন্দর পৃথিবী
সুন্দর পৃথিবী
মোঃ আরিফুল ইসলাম
কত সুন্দর এ পৃথিবী করেছেন সৃষ্টি,
সুবিশাল আকাশ মেঘমালা বৃষ্টি।
কত সুন্দর বৃক্ষরাজি ফসলের মাঠ,
ধান গম রবি শষ্য সোনালি পাট।
নদ নদী খাল বিল সাগর মহাসাগর,
পাহাড় পর্বত হ্রদ ঝর্না নহর।
কত সুন্দর মানব কুল আশরাফুল মাকলুকাত,
লক্ষাদিক জীব যন্তু কুল কায়েনাত।
কত সুন্দর পুস্পরাজি সুস্বাধু ফল,
ফুলে ফুলে মধু মিঠা নদীর জল।
কত সুন্দর তারকারাজ্জি নবোমন্ডল,
স্তরে স্তরে বিস্তর বায়ুমন্ডল।
কত সুন্দর চাদের জোসনা সূর্যের আলো,
নিস্তব্দ রাত্রি আধার কালো।
কত বিচিত্র জীবনযাত্রা জীবন মরন,
কত রুপ রয়ের মানুষ শারিরিক গড়ন।
কত বিচিত্র ধর্ম কর্ম কৃষ্টি সংস্কৃতি,
কত বিচিত্র জলবায়ু আবহাওয়া প্রকৃতি।
কত বিচিত্র শ্রেনীবিন্যাস জাতি প্রজাতির ভেদ,
কুরআন পুরান বাইবেল ত্রিপিটক বেদ।
কত সুন্দর চারদিকে রংয়ের মেলা ,
রংয়ে রংয়ে রংধনু সাজায় ভেলা।
কত সুন্দর নৃত্য গীতি শিল্প সাহিত্য,
কবিতার ছন্দে ফুটে ওঠে জীবনের মাহাত্ব্য।
কত সুন্দর অক্ষিযুগল কত সুন্দর দৃষ্টি,
কতই সুন্দর তিনি যিনি করেছেন সব সৃষ্টি?