সৈয়দপুরে লাচ্ছা সেমাই কারখানায় আগুন

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দপুরে একটি লাচ্ছা সেমাই কারখানায় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
রবিবার  দিবাগত গভীর রাতে সৈয়দপুর- নীলফামারী বাইপাস সড়কে ডায়মন্ড ফুড প্রডাক্টসের মশাল লাচ্ছা সেমাই কারখানায় ওই আগুনের ঘটনাটি ঘটেছে। এতে কারখানায় তৈরি ৪০/৫০ মন লাচ্ছা সেমাই ও  লাচ্ছা সেমাই তৈরির বিভিন্ন উপকরণসহ প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কারখানার মালিক ও স্থানীয় দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রবিবারও গভীর রাত পর্যন্ত ওই লাচ্ছা সেমাই কারখানায় কারিগর ও শ্রমিকরা লাচ্ছা সেমাই তৈরি কাজ করেন। এরপর লাচ্ছা  সেমাই তৈরির কারিগর ও শ্রমিকরা কাজ শেষে কারখানা ত্যাগ করেন। পরবর্তীতে কারখানা মালিক মো. শফি রেজা কারখানাটি বন্ধ করে তাঁর নিজ বাসায় চলে যান। গভীর রাতে কারখানার মধ্যে আকস্মিক আগুনের সূত্রপাত হয়ে তা দাঁউ দাঁউ করে  জ্বলতে থাকে। সময় কারখানার ভেতরে আগুন জ্বলতে দেখে নৈশ প্রহরী চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং মালিককে খবর দেয়। পরে কারখানার মালিক আগুনের বিষয়টি  সৈয়দপুর দমকলবাহিনীর দপ্তরকে অবগত করেন। খবর পেয়ে স্থানীয় দমকলবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কারখানার মধ্যে তৈরি করে রাখা প্রায় ৪০/৫০ মন লাচ্ছা সেমাই সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও আগুনের লেলিহান শিখায় কারখানায় রাখা লাচ্ছা সেমাই তৈরি প্রধান উপকরণ ময়দা, ডালডা, তেলসহ অন্যান্য সকল সরঞ্জামাদি পড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে  কারখানার প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে কলে লাচ্ছা সেমাই কারখানাটির মালিক মো. শফি রেজা দাবি করেন।

 সৈয়দপুর দমকল বাহিনীন দপ্তর সূত্র জানায়, আগুনের খবর পেয়ে দ্রুত তারা অগ্নিকান্ডস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই লাচ্ছা সেমাই তৈরি চুলার অতিরিক্ত উত্তাপ থেকে আগুনের সূত্র হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। এতে কারখানার প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!