ডোমারে বাল্যবিয়ে,মাদক,সন্ত্রাস, জঙ্গী নির্মূলের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটীতে বাল্যবিয়ে,মাদক,সন্ত্রাস,জঙ্গী নির্মূলের লক্ষে সেমিনার অনুষ্টিত হয়। বুধবার(১৭ই মে) সকাল ১১টায় চিলাহাটি মার্চেন্টস হাইস্কুল মাঠে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে  উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলফামারী-১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী,ডোমার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম।আমন্ত্রিত অতিথি হিসেবে ভোগডাবুরী ইউপি চেয়ারম্যান একরামুল হক,কেতকী বাড়ী ইউপি চেয়ার ম্যান জহুরুল হক দিপু ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান বকুল, ভোগডাবুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামানিক,প্রয়াস মেধা বিকাশ এর সভাপতি আজাদুল হক প্রামানিক,চিলাহাটি মার্চেন্টস হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।প্রধান অতিথি ও বিশেষ অতিথি  জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেমিনারের শুভ উদ্বোধন করেন।প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন ,আজ প্রতিটি পরিবারের সদস্যরা সজাগ থাকলেই তাদের সন্তানেরা কোনদিন সন্ত্রাস, জঙ্গিবাদে জড়াতোনা ও মাদক সেবন করতো না। আজ এর দায়বার সেই পরিবারগুলোকেই নিতে হচ্ছে। সন্তানদের কারণে একজন পিতা মাতা একটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে কত কষ্ট করতে হয়। সেই কষ্টটুকু সন্তানেরা বোঝেনা। বর্তমান সরকার সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক নির্মুলে বদ্ধ পরিকর। আজ বাংলার মাটি থেকে জঙ্গীবাদ প্রায় নির্মুলের পথে। বক্তারা আরো বলেন- অষ্টম শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের এমন একটি বয়স সেই বয়সেই তাদের মাথায় বিয়ের পিড়িতে বসার চিন্তা মাথায় ঢোকে এবং সেই পরিবারের পিতামাতারাও তাদের সঙ্গে ভুল সিদ্ধান্ত গ্রহন করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের এ বিষয়ে পরামর্শ প্রদানের জন্য আহ্বান জানান। উক্ত সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিয়ের সেমিনারে চিলাহাটির  বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক,ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালন করেন শিক্ষক হুমায়ুন আহমেদ।

* কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!