সেমিফাইনালে কুমিল্লা
বিপিএলের প্রথম আসরে সর্বাধিক ৪৮৬ রানের কৃতিত্ব আহমেদ শেহজাদের। আর চলতি আসরে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে ঝলক দেখালেন আহমেদ শেহজাদ।
গতকাল বরিশাল বুলসের বিপক্ষে ১০৬ রানের টার্গেটে সাত উইকেটে জয় কুড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতে আসরে নিজেদের দুই ম্যাচ বাকি রেখে সেমিফাইনাল নিশ্চিত করলো কুমিল্লা।
বাকি দুই ম্যাচ তাদের জন্য তালিকার শীর্ষ দুই-এ থাকার মিশন। গতকাল ৬৩ বলের ইনিংসে ৭৬ রানে অপরাজিত থাকেন কুমিল্লার পাকিস্তানি ওয়ানডাউন ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। এতে শেহজাদ হাঁকান ১০ বাউন্ডারি ও একটি ছক্কা। আরও একবার চৌকস নৈপুণ্য দেখালেন কুমিল্লা পাকিস্তানি অলরাউন্ডার আসহার জাইদি।
গতকাল বল হাতে ৪ ওভারের স্পেলে মাত্র ১২ রানে দুই উইকেট নেন এ অফ স্পিনার। পরে ব্যাট হাতে অপরাজিত থাকেন ব্যক্তিগত ২০ রানে।
বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) গতকাল অপেক্ষাকৃত ছোট টার্গেটের পেছনে ইনিংসের প্রথম বলেই উইকেট খোয়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর কুমিল্লার দুই ওপেনারই সাজঘরে ফেরেন ০ রানে।
প্রথম ওভারের প্রথম বলে কুমিল্লার ওপেনার লিটন দাসকে সাজঘরে ফেরান বরিশালের স্বদেশি পেসার সাজেদুল ইসলাম। সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন লিটন। ব্যক্তিগত ০ রানে কুমিল্লার অপর ওপেনার ইমরুল কায়েস উইকেট দেন আল আমিন হোসেনকে।
মিরপুর শেরেবাংলা মাঠে টস জিতে বরিশাল বুলসকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বরিশাল বুলসের ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। এদিন ১১ বলে মাত্র ৮ রান করেন এ ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান।
গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি অফস্পিনার শোয়েব মালিককে উইকেট দেন গেইল। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে সিলেট সুপার স্টারসের বিপক্ষে গেইল করেন ৮ রান। ওই ম্যাচে ৫৮ রানে গুড়িয়ে যায় বরিশাল বুলস। বিপিএল ইতিহাসে ওটা দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড।
আগের ম্যাচেই ফিল্ডিংকালে আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল বল করতে দেখা যায়নি এ দেশসেরা পেসারকে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে ৮ ম্যাচে ষষ্ঠ জয় কুড়ালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান ম্যাচে বরিশাল বুলস দেখলো তৃতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর
টস: কুমিল্লা, ফিল্ডিং
বরিশাল বুলস: ২০ ওভার; ১০৫/৬ (গেইল ৮, লুইস ১৫, রনি ১৯, মেহেদি ০, মাহমুদুল্লাহ ২৬, সাব্বির ১৭, প্রসন্ন ১৫*, রায়াদ এমরিত* ২, জাইদি ২/১২, স্টিভেন্স ১/৯, শোয়েব ১/১৫, রাব্বি ১/২৪)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৭.৩ ওভার; ১০৬/৩ (লিটন ০, ইমরুল ০, শেহজাদ ৭৬*, শোয়েব মালিক ৮, জাইদি ২০*, আল আমিন হোসেন ১/১১, সাজেদুল ১/১৮, তাইজুল ইসলাম ১/৩২)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: আহমেদ শেহজাদ (কুমিল্লা)