আগামিকাল সৈয়দপুরে নির্বাচন: ৫৯ ঝুকিপূর্ন কেন্দ্রে নজরদারি
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আগামীকাল ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। রোববার (১৪ মে) রাত ১২ টা পর্যন্ত সকল ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করা হয়। উক্ত উপজেলার প্রায় পৌনে দুই লাখ মানুষের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জানা যাবে, সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যানের আসনটি কার হতে যাচ্ছে।
নির্বাচনে আওয়ামী লীগের মোখছেদুল মোমিন, বিএনপির প্রভাষক শওকত হায়াত শাহ ও জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস চৌধুরী ভলু ছাড়াও স্বতন্ত্র হিসেবে জামায়াতে ইসলামীর আব্দুল মোনতাকীম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হুদা প্রার্থী হয়েছেন।
প্রতীক বরাদ্দের পর থেকে নিজ প্রতিকের পক্ষে ভোটারদের ভোট প্রার্থনায় প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। তবে আপাতদৃষ্টিতে এই নির্বাচনে যারা লড়াই করছেন তাদের মধ্যে ভোট যুদ্ধে এগিয়ে থাকবেন বিএনপি, আ.লীগ ও জাতীয় পার্টির প্রার্থী। সৈয়দপুর পৌরসভা ও ইউনিয়নগুলোতে একেকসময় একেক প্রার্থীর পক্ষে নির্বাচনী জোয়ার থাকায় নির্দিষ্ট করে কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে এখানে ভোটার সংখ্যা ১লাখ ৮১ হাজার ৫০৭ জন। এরমধ্যে পুরুষ রয়েছেন ৯১ হাজার ৭২ জন এবং নারী ভোটার রয়েছেন ৯০ হাজার ৪৩৫ জন।
উল্লেখিত ভোটাররা ৭১টি ভোট কেন্দ্রের ৪৪০টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৫৯টিকে ঝুঁকিপূর্ণ এবং ১২টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে ভোটের দিন সার্বক্ষণিক পুরো উপজেলায় একজন পুলিশ অফিসারের নেতৃত্বে ৬ সদস্যের ১৪টি মোবাইল টিম কাজ করবে। এছাড়াও তাদের সাথে মাঠে থাকবে ৪ প্লাটুন বিজিবি এবং র্যাবের ৪টি সশস্ত্র টিম।
প্রসঙ্গত, ১ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার মুত্যুবরণ করায় এই পদটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।