সৈয়দপুরে শিক্ষা সহায়তার অর্থ ও বাইসাইকেল বিতরণ
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ (বুধবার) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে শিক্ষা সহায়তার নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস্ চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৫ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তার নগদ অর্থ প্রদান করা হয়। এ শিক্ষা সহায়তায় সৈয়দপুর উপজেলা পরিষদের রাজস্ব আয় ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৩ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে প্রত্যেক শিক্ষার্থী এককালীন সর্বনিম্ন এক হাজার সাড়ে ৬ শ’ থেকে সর্বোচ্চ দুই হাজার পাঁচ শত টাকা পর্যন্ত প্রদান করা হয়। আর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ১ লাখ ৭৭ হাজার টাকা থেকে দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে ২৪ টি বাইসাইকেল ও দুঃস্থ মহিলাদের মাঝে ৩৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।