সোলার প্রকল্পের ২০১৯-২০২০ অর্থবছরে নওগাঁ জেলার মোট ১১ টি উপজেলায় ১১ টি কোম্পানি সোলার এর কাজ ইডকল উপজেলা ভিত্তিক মনোনয়ন পেয়েছে
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নওগাঁ জেলার ১১ টি উপজেলায় টিআর /কাবিখা /কাবিটা সোলার এর কাজ ইডকল এর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নং 51.00.0000.422.22.001.15-124 তারিখ 03-04-2016 ইং মোতাবেক টি আর /(কাবিটা /কাবিখা) প্রকল্পের ২০১৯-২০২০ অর্থবছরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড( ইডকল) এর নিম্নোক্ত কোম্পানিগুলো সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। উপজেলা ভিত্তিক কোম্পানিগুলো ইতিমধ্যে ইডকল কর্তৃক মনোনীত করা হয়েছে । ধামুরহাট উপজেলায় সোলারেন ফাউন্ডেশন, নওগাঁ সদর উপজেলায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পত্নীতলা উপজেলায় সমাজ উন্নয়ন পল্লী সংস্থা, মহাদেবপুর উপজেলায় রুরাল এনার্জি এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ(আর ই ডি আই), নিয়ামতপুর উপজেলায় বেঙ্গল রিনিউএ্যাবল এনার্জি লিমিটেড, মান্দা উপজেলায় সোলারেন ফাউন্ডেশন, বদলগাছী উপজেলায় পাতাকুরি সোসাইটি, পোরশা উপজেলায় রিমসো ফাউন্ডেশন, আত্রাই উপজেলায় সোলারেন ফাউন্ডেশন, সাপাহার উপজেলায় শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন এবং রানীনগর উপজেলায় সোলারেন ফাউন্ডেশন উপজেলা ভিিত্তক কাজের মনোনয়ন পেয়েছে।