গোপালপুরে মাইক্রোবাসে তুলে স্কুলছাত্রী অপহরণ-আটক ১
বিশেষ প্রতিনিধি, গোপালপুর, টাঙ্গাইল । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ উঠেছে। আলমনগর ইউনিয়নের মাদারজানী গ্রামে এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে থানা পুলিশ একজনকে আটক করেছে। সে মাদারজানী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. ফরিদ। অপহরণকারীর হাত থেকে ছাত্রীটিকে এখনো উদ্ধার করা হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, মাদারজানী গ্রামের রইচ উদ্দিনের মেয়ে লামিয়া আক্তার (১৪) বেলুয়া জনতা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াত করার পথে একই গ্রামের মৃত মেছের আলীর বখাটে পুত্র ফেরদৌস (২১) তাকে কু-প্রস্তাবসহ প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। ওই বখাটের উত্ত্যক্তে অতিষ্ট হয়ে লামিয়া এক সময় স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে, তার পিতা বিষয়টি জেনে ফেরদৌসের অভিভাবকের কাছে জানায় এবং মেয়েকে পুনরায় স্কুলে পাঠায়। এতে ওই বখাটে ক্ষিপ্ত হয়ে গত পহেলা নভেম্বর সকালে স্কুলে যাওয়ার সময় ফেরদৌসের কয়েকজন বখাটে বন্ধুর সহযোগিতায় লামিয়াকে মাইক্রোবাসে তুলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে গোপালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে থানা পুলিশ মাদারজানী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. ফরিদকে আটক করেছে।
আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ধরনের অপ্রত্যাশিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করাসহ ঘটনার সাথে জড়িত সকল বখাটের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।
আলমনগর ইউনিয়ন যুবলীগ সম্পাদক ফরিদ তালুকদার জানান, মেধাবী স্কুল ছাত্রী লামিয়াকে উদ্ধার করে ওই সব বখাটেদের আইনের মাধ্যমে কঠিন শাস্তির দাবি করেন। যা দেখে কোনদিন আর কেউ যেনো এ ধরণের অন্যায় করতে না পারে।