রুদ্র ম আল-আমিন এর কবিতা-”স্বাতীজলে স্নান”

”স্বাতীজলে স্নান”
রুদ্র ম আল-আমিন

নেমন্তন্নে বরিছে তনু,,,
অবেলায় বারি একটা সুখান্বেষণ,
দৃঢ়পায় খুজেছিনু বন্দিনীর অনাবৃত দুঃখজ্বলা।
স্বর্গত স্বর্ণসূধা নিজভূম রহে
কথন করিয়া
দ্বারস্থ হইল একদা লাজনম্র জ্বরে।
অসূর্যস্পশ্যা অমূর্তরেশ
অনুকম্পনে
তখুন থরথর মেঘ বহে ধরিত্রী জুড়ে।
নিস্পন্দিত মন
আবেগধর্মী হইয়া আন্দোলিত হইল যবে।
সূধা তৃপ্তমন
তাহারে ধরিছে মনে
নেমন্তন্ন সারিবে সকলই অগোচরে।
দেহত্বক দান
সন্তরপণে সনাতনী মনে
স্বাতীজলে স্নান করিল নবউদ্দমে।
মুক্তোরদানায়
মুক্তিপণ লইয়া ছুটিল তনুশ্রী একদা বিষমেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!