ভূপেন্দ্র নাথ রায় এর কবিতা- স্মৃতির অন্তরালে
স্মৃতির অন্তরালে
ভূপেন্দ্র নাথ রায়
বিনিদ্র রজনি,
কেটেছে কতো,
স্বপ্ন গুলো শতশত,
টুকরো হয়ে অবিরত।।
তুমি শরতের শিশির হয়ে,
সকালের পত্র পল্লবে,
অরুণের কিরণ পড়ার আগে,
মিলিয়ে যাও শূণ্যে বিলীন হয়ে।।
স্বপ্নগুলো হেঁটে হেঁটে,
নেশার ঘোর কেটে,
হঠাৎ ঝাঁকি দিয়ে,
শরীরযন্ত্র কেঁপে ওঠে।।
বাইশ বছরের স্বপ্ন গুলো,
ত্রিশে এলোমেলো,
না আছে বাহারি কেশ,
না আছে রূপের সেই আলো।।
ভাবনার জাহাজ ছুটে চলে,
ভাঙ্গা কম্পাসে,
উত্তর-দক্ষিণ নেই দিগবিদিক,
পাল ছিড়ে উদ্মাদ বাতাসে।।