অয়ন সাঈদ এর কবিতা- হরিণীরা বুনো-মোম জ্বেলে চলে যায়
হরিণীরা বুনো-মোম জ্বেলে চলে যায়
——————————– অয়ন সাঈদ
নিকশ ছোড়া হাতে পৃথিবী, আজ তার
সব বাতি নিভে গেলে? আধারে কেঁপে উঠি যদি?
পৌরুষের সবটুকু সাহস হাতে করে
এই তোমার নোনা পিঠে ধরলাম। আমি’তো জানি
রাতের কমলা আকাশের নিচে
আমাদের কতটুকু সাধ ছিল…
কতটুকু সাধ ছিল বাঁচবার।
তোমার বুলিরা জোনাকীর মতো কেঁপে কেঁপে জ্বলে,
জ্বলে আর চোখের কিনারে ঘরময় আধার
জমে সহনশীল হয়;
স্তব্ধতার গাড়ো শব্দ-
ঘ্রাণ ইন্দ্রিয়ে স্পর্শকাতর হয়ে উঠলে,
ক্রমে কার্বন রজনীতে হরিণীরা
বুনো-মোম জ্বেলে চলে যায়।