রাজধানীর সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আগুন
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রাজধানীর ওয়ারীতে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আগুন লেগেছে।
বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুল আলম ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি রাতে রাজধানী ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনে কমপক্ষে ৭১ জনের প্রাণহানি হয়। এরপর গত ২৮ মার্চ দুপুরে রাজধানীর বনানীস্থ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান ২৬ জন। এর দুদিন পরই গত ৩০ মার্চ সকালে রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লেগে দুইশো’রও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
একইদিন বিকেল সাড়ে ৩টার দিকে গুলশান-২ বহুলতল ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাত্র ৪-৫ ঘণ্টার ব্যবধানে ওইদিনই রাত ৮টার দিকে ধানমন্ডিতে একটি বাসার দ্বিতীয় তলায় আগুন লাগে। পরদিন ৩১ মার্চ সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার ৭ম তলায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।