সেলিনা জাহান প্রিয়ার কবিতা -হায় সভ্য শতাব্দী
হায় সভ্য শতাব্দী
-সেলিনা জাহান প্রিয়া
স্বপ্ন হয়ে ঘুমিয়ে থাকো তুমি কলম আর লিখা না কাব্য শতাব্দী পাতায়
অরন্য ঘেরা সবুজ পাতায় পাতায় প্রেমের কবিতায় তোমাদের মানায়
মায়াবী চোখে প্রগাঢ় অমানিশা ব্যাকুল হৃদয় ভুলে গেছে অন্ধ সভ্যতার কথা
শতাব্দীর কাগজে লিখা হয় ইতিহাস শুধু রক্ত আর তরবারির বীরের কথা ।।
এক একটি সভ্যতা জন্ম নেয় বা কেউ জন্ম দেয় কেউ বা করে পুড়িয়ে ছাই
এক একটি ধুম্র ইতিহাস সৃষ্টি হয় কত রক্তের বন্যা বয় শতাব্দীর ইটের ভাজে
কখনও জলে কখনও স্থলে কখনও বা কেউ বা স্বার্থের লোভে শতাব্দী শেষ হয়
প্রতিটি মানুষের তন্ত্রীর লৌহকনিকায় নীলাভ শিরায় কত লৌহকনিকায় লুকিয়ে ।।
ইসকা হরতন চিড়েতন রুহিতন খেলায় প্রেমের তাজ মহল শুধু বাহানা
তোমার তাসের খেলা ঘরে দেখাও তোমাদের ক্ষমতা প্রতিষ্ঠা অহমিকা
দৃষ্টিদানে শতাব্দীর ইটের ভাজে বাঁধ মায়া হরিণীর প্রেমে খামার বাড়ি
তোমাদের পালা বদল ক্ষমতা প্রেমের তাজ মহলে আজোও রক্ত ঝরে নিরবে ।।
শতাব্দীর অদল বদল সভ্যতা স্বর্ণ রৌপ্যের মুল্য আজোও ধনী গরীব একেই রকম
শীত বর্ষা গ্রীষ্ম শতাব্দীর সভ্যতা দিন রাত মানবতার পূর্বপর সমান্তরাল বহ মান ,
মানব স্বপ্ন শান্তির নামে ঘুমিয়ে পড় আমার ডায়েরীর নক্সীপাতার ভাজে ভাজে
অনিদ্র নীলকন্ঠী বালিকার মৌন মনিহার লুণ্ঠিত হয় সভ্য শতাব্দী সভ্য সমাজে
বন্দী মানব জন্ম !মুক্তির নামে দৈত্যি দানোবেরা রঙ পাল্টে বার বার ফিরে আসে
মন্ত্রমুগ্ধ মোহাবিষ্ঠতায় অবাক পলকহীন মুগ্ধশ্রোতা হয়ে কাগজ কলম তাই লিখে
কাগজের পাতা উল্টে যাই অবিশ্রুত ভালোবাসার বিষাদীয় সঙ্গীতের অধরে
জেগে ওঠো কিছু কাগজ কলম চোখ মেলে সভ্যতার কব্যিক ইতিহাস লিখতে ।।