হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংগঠন “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের দৃষ্টিনন্দন এসপি পার্কে বিকালে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) ও সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম স্বপন। উপস্থিত সকলেই মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নবগঠিত জেলা কমিটির প্রথম সভায় কমিটির সদস্যবৃন্দদের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির সহ-সভাপতি মোঃ শামসুল আলম শিবলী, সহ-সভাপতি আব্দুল গফুর, সহ-সভাপতি এসএম আনিসুজ্জামান আনিস, সহসভাপতি ইব্রাহিম মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক জেড এম পারভেজ শহীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম খান মিলন, আনিসুজ্জামান লোটন, তানভীর হাসান খান রুবেল, অর্থ বিষয়ক সম্পাদক দুলাল চন্দ্র শীল, সহ-আইন বিষয়ক সম্পাদক এরশাদ আলী, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিনারুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক সালমান আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান সাগর, কার্যনির্বাহী সদস্য মো. সাখাওয়াত হোসেন মকুল, মো. মহসীন আজাদ খান, সৈয়দ মো. মুস্তাফিজুর রহমান, মো. হাবিবুল্লাহ বাহার, মো. আবুল কালাম আজাদ, আব্দুল হক আকন্দ, মো. মাসুদ শেখ, রাকিব হাসান, মো. এনামুল হক, মো. রুবেল খান, শরিফুল ইসলাম শরিফ, মো. মাহবুবুর রহমান ও মোহাম্মদ জুয়েল রানা।
টাঙ্গাইল জেলা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) বলেন, মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে আমরা “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ” এর পতাকাতলে সমবেত হয়েছি। এই মানবাধিকার প্রতিষ্ঠানটি সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান। ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু, ধর্ম-বর্ণ-জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আসুন সবাই যারযার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসায়িত করি।