নিলামে উঠছে হিটলারের ব্যক্তিগত লাল ফোন

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এডলফ হিটলারের ব্যবহৃত লাল টেলিফোন নিলামে বিক্রি হচ্ছে।

এই সেই টেলিফোন, হিটলার যেখানে যেতেন তার সঙ্গে থাকত সেটি। যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যে নিলামে বিক্রি হতে চলেছে এটি। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের চেসাপিক শহরের নিলাম প্রতিষ্ঠান আলেকজান্ডার হিস্ট্রিক্যাল অকশানস ঐতিহাসিক এই লাল ফোন নিলামে তুলেছে।

নিলাম প্রতিষ্ঠানের কর্মকর্তা বিল পানাগোপুলাস জানিয়েছেন, হিটলারের বাংকার পরিদর্শনের সময় অধিগ্রহণকারী রাশিয়ার সামরিক কর্মকর্তারা ব্রিগেডিয়ার স্যার রালফ রায়নারকে টেলিফোনটি দিয়েছিলেন। লাল রং নাৎসি বাহিনীর প্রতীক ছিল। টেলিফোনটির রংও লাল। সেই টেলিফোনটি স্যার রায়নারের ছেলে বিক্রি করে দিচ্ছেন। টেলিফোনটির নিচে হিটলারের নাম খোদাই করে লেখা রয়েছে।

টেলিফোনটির প্রত্যাশিত দাম ধরা হয়েছে ২ থেকে ৩ লাখ ডলার। তবে দাম হাঁকানো শুরু হবে ১ লাখ ডলার থেকে।

পানাগোপুলাস টেলিফোনটিকে ‘ধ্বংসযজ্ঞের অস্ত্র’ হিসেবে বিবেচনা করছেন। তার মতে, এই ফোন ব্যবহার করে হিটলারের দেওয়া নির্দেশে বহু মানুষের প্রাণ গেছে।

তবে বিক্রেতা ও নিলামকারী প্রতিষ্ঠান মনে করে, এটি জাদুঘরে ঠাঁই পেলে ভালো হবে। এর মাধ্যমে হিটলারের বর্বরতা সম্পর্কে মানুষ আরো জানতে পারবে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!