ইতিহাসের এই দিনে: ১ সেপ্টেম্বর
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ০১ সেপ্টেম্বর, ২০১৭, শুক্রবার। ১৭ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৪তম (অধিবর্ষে ২৪৫তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
খ্রিস্টপূর্ব ৫৫০৯ এই দিনে বাইজেন্টাইন সাম্রাজ্যের হিসেব মতে বিশ্ব সৃষ্টি হয়েছিল।
১১৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ইতালীর পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়।
১৮৫৩ খ্রিস্টাব্দের এই দিনে উত্তমাশা অন্তরীন থেকে পৃথিবীর প্রথম ত্রিকোণ ডাকটিকিট ইস্যু করা হয়।
১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।
১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার সেন্ট. পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড়।
১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।
১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে আলবেনিয়া রাজ্যে পরিণত হয়।
১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানীর সেনারা পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে সাবেক ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ২৫টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কর্ণেল গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা দখল করেন।
১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল” বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।
১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে জাকার্তায় দশম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের অপহরণ করে।
জন্ম
১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে সার্গেই উইনোগার্ডস্কি রুশ অণুজীব বিজ্ঞানী।
১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী [১৯২২] ইংরেজ রসায়নবিদ ফ্র্যান্সিস অ্যাস্টন।
১৮৮৪ খ্রিস্টাব্দের এই দিনে হেনরী ফোরেল, সুইজারল্যান্ডীয় এন্টোমলজিস্ট।
১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে লেখিকা মৈত্রেয়ী দেবী।
১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে হাকান শুকুর, তুর্কি ফুটবলার যিনি স্ট্রাইকার অবস্থানে খেলেন।
মৃত্যু
১১৫৯ খ্রিস্টাব্দের এই দিনে পোপ চতুর্থ অ্যাড্রেইন
১৫৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিস্কারক মনে করা হয়।
১৫৭৪ খ্রিস্টাব্দের এই দিনে গুরু অমর দাস তৃতীয়।
১৫৮১ খ্রিস্টাব্দের এই দিনে গুরু অমর দাস চতুর্থ।
১৬৪৪ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস (৭২ বছর বয়স)।
১৬৪৮ খ্রিস্টাব্দের এই দিনে মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
১৬৮৭ খ্রিস্টাব্দের এই দিনে হেনরি মুর, ইংরেজ দার্শনিক।
১৭১৫ খ্রিস্টাব্দের এই দিনে চতুর্দশ লুইস ফ্রান্সের রাজা।
১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী [১৯৫২] ফরাসি সাহিত্যিক ফ্রাঁসোয়া মরিয়াক।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন গনিতবিদ হার্সেল কুরি।
২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে সিরিয়ার গ্রান্ড মুফতি আহমেদ কুফতা।