ইতিহাসের এই দিনে: ১২ জুলাই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১২ জুলাই, ২০১৭, বুধবার। ২৮ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৩ত(অধিবর্ষে ১৯৪তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৭৬ খ্রিস্টাব্দের এই দিনে হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৮২৩ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

১৮৩২ খ্রিস্টাব্দের এই দিনে সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।

১৮৭৮ খ্রিস্টাব্দের এই দিন ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমা বর্ষণ করা হয়।

১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে টেলস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু হয়।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙে পড়ে।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালি তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে জেদ্দায় ফিরতি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৬ হাজী নিহত হয়।

১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।

২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়।

২০১১ খ্রিস্টাব্দের এই দিনে মিরসরাই ট্র্যাজেডি।

জন্ম

১৫৫৮ খ্রিস্টাব্দের এই দিনে রবার্ট গ্রিনে, তিনি ছিলেন ইংরেজ লেখক ও নাট্যকার।

১৭৩২ খ্রিস্টাব্দের এই দিনে ঝসেফ লালাদঁর, তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিদ।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।

১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে আল মাহমুদ, তিনি বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক।

১৯৬৩ খ্রিস্টাব্দের এই দিনে লিসা রিনা, তিনি আমেরিকান অভিনেত্রী।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে মাইকেল রসেনবাউম, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে ইয়য়ান গউরকুফ্, তিনি ফরাসি ফুটবল।

মৃত্যু

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে পার ফাবিয়ান লাগেরকভিস্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার।

১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে রস ম্যাকডোনাল্ড, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান লেখক।

১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে লরেন্স অলিভিয়ার, তিনি ছিলেন ব্রিটিশ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

২০০৫ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সেস লাংফরড, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!