১৩ বছর পরে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনে জুয়েল সভাপতি, একরাম সাধারন সম্পাদক নির্বাচিত।
তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
প্রায় দেড়যুগ পরে(১৩ বৎসর) দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিন তিনবার তারিখ পরিবর্তিত হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলন কাঙ্খিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৫ জুন, ২০২৯)।
সকাল ১০:৩০ এ ১ম অধিবেশনে জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ নাসিম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।
এর আগে মোহাম্মদ নাসিম জাতীয় পতাকা এবং যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
২য় অধিবেশনে দুপুর ৩ টায় গোপন ব্যালটে ভোটের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনে রাশেদ ইউসুফ জুয়েল সভাপতি ও একরামুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে জুয়েল পেয়েছেন ২১৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক পেয়েছেন ১১৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে একরামুল পেয়েছেন ১৮৩ ও তাঁর নিকটতম আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ১৪৭ ভোট।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ফলাফল ঘোষণা করেন। জেলা যুবলীগের বিদায়ী সভাপতি মঈনুদ্দিন খান চীনু সম্মেলনের বিজয়ী ও পরাজিতদের ফলাফল নিশ্চিত করেছেন।