ইতিহাসের এই দিনে: ১৩ মে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৩ মে, ২০১৭, শনিবার। ৩০ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৩তম (অধিবর্ষে ১৩৪তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৪৮ খ্রিস্টাব্দের এই দিনে মোগল সম্রাট শাহজাহান দিল্লীতে লালকেল্লা নির্মাণের কাজ শুরু করেন।

১৮০৪ খ্রিস্টাব্দের এই দিনে ত্রিপোলি থেকে ইউসুফ কেরামানলি সৈন্য পাঠান আমেরিকা আক্রমণ থেকে দিরানা শহর পুনরুদ্ধার করার জন্য।

১৮০৯ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয়ার সেনাদলকে পরাভূত করে নেপোলিয়নের ভিয়েনা দখল।

১৮৩০ খ্রিস্টাব্দের এই দিনে স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে ইকুয়েডরের প্রতিষ্ঠা লাভ।

১৮৪৬ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে।

১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানে (ব্রিটিশ-ভারতের অংশ ছিল) প্রথম রেলপথের উদ্বোধন।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ড. জাকির হোসেন।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় শতাধিক নিহত।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে ৩৩ বছর বয়সী একজন ব্রিটিশ মহিলা এলিসন, যিনি অক্সিজেন ছাড়া এবং শেরপাদের কোনো সাহায্য না নিয়ে এভারেস্ট আরোহণ করেন।

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাষ্ট্রোর প্রথম মালয়েশিয়া সফর।

জন্ম

১২৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির কবি দান্তে আলিঘিয়েরির জন্ম।

১৪৮৩ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান ধর্মীয় নেতা বা সংস্কারক মার্টিন লুথার জন্ম গ্রহণ করেন।

১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯০২)ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রসের জন্ম।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদ জন্মগ্রহণ করেন।

১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে জিউলিয়ানো আমাতো, ইতালীয় রাজনীতিবিদ এর জন্ম।

১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে নিয়াজ মোরশেদ, একজন বাংলাদেশী দাবাড়ু এর জন্ম।

মৃত্যু

১৮৩৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্সের মৃত্যু।

১৮৮৭ খ্রিস্টাব্দের এই দিনে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!